পুরোনো দিনের দুর্গপূজোর স্মৃতি সবার সাথে ভাগ করায় কটাক্ষের স্বীকার !মোক্ষম জবাব মিরের

0

সমাচার ডেস্কঃ দুর্গাপুজো বাঙালির একটি সেরা উৎসব,অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে থাকে এই উৎসবের সঙ্গে। এমনি কিছু স্মৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষের স্বীকার হতে হয়েছেন মিরকে। তাই মির পোস্ট করে লিখেছেন ‘এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে, ধর্ম যার যার নিজের ব্যাপার। কিন্তু ‘উৎসব’ সবার’।

প্রতিনিয়ত মিরকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় মিরকে ,কখনো তিনি গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও আরও একাধিক পুজোর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মির। কিন্তু এবারে তার ছোট বেলার দুর্গাপুজোর স্মৃতি সবার সাথে ভাগ করতে গিয়ে কটাক্ষের স্বীকার হন।

মিরের ছোটো বেলা কেমন ছিল, কেমন করে কাটতো মিরের দুর্গাপুজোর দিন গুলো সেই পুরোনো দিনের অভিজ্ঞতা ভাগ করেছে একটি ভিডিও বার্তায়।ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার সঙ্গে সঙ্গে অনেকে মানুষের কাছে পৌঁছে গেছে ,অনেকে প্রশংসা করলেও অনেকে তীব্র নিন্দা করেছেন একজন মুসলিম হয়েও এই কাজ করার জন্য।

এরপর মির মোক্ষম জবাব দিয়ে লেখেন ‘ইতিমধ্যে ধর্মের নামে কিছু বিজ্ঞ মানুষ জ্ঞান ফলাতে চলে এসেছেন। এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে ধর্ম যার যার নিজের ব্যাপার কিন্তু উৎসব সবার।যাক গে। বড় বড় মনীষিরা যেটা করে যেতে পারেননি, সেটা আমার মতন একজন অতি সামান্য ক্ষুদ্র মানুষ কি করে পারবে…..বড্ড হতাশ হলাম। আবার।’।