‘পায়ে কি দাদ হয়েছে?’ হট প্যান্টে ছবি দিয়ে তীব্র ট্রোলড,পাল্টা মোক্ষম জবাব উত্তমকুমারের নাত-বৌ দেবলীনার

0

সমাচার ডেস্কঃ দেবলিনাকে আমরা সবাই টলিউড অভিনেত্রী বলে জানলেও তার আরেকটি পরিচয় হয়তো সবার জানা নেই, সিনেমা জগতের মহানায়ক উত্তম কুমারের নাতি বউ হিসেবে পরিচিত দেবলীনা। উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জীর সাথে বিয়ে হওয়ার পর তার পরিচিতি আকাশ ছুঁয়েছে,যদিও বিয়ের আগে থেকেই টলিউড জগতে তার নাম ছিলো একজন ভালো অভিনেত্রী হিসেবে।

দেবলীনা তার শরীরচর্চা ও রূপচর্চা নিয়ে একটু বেশি চিন্তিত ,তাই অনেক ছবিতে তাকে দেখা গেছে জিম ঘরে শরীরচর্চা করতে। মাঝে মধ্যেই নানা ছবি সোশ্যাল মিডিয়াই পোস্ট করতে দেখা যায় দেবলিনাকে।সোশ্যাল মিডিয়াই ভালোই একটিভ থাকেন অভিনেত্রী।সোশ্যাল মিডিয়াই ফলোয়ারের সংখ্যা আকাশ ছুঁয়েছে।

সম্প্রতি নানা রকম ছবি দিয়ে ইনস্টাগ্রাম-এ ঝড় তুলেছেন।ছবিতে দেখা গেছে দেবলিনাকে কখনো হট পেন্টে,আবার কখনো বিকিনিতে। এই সব ছবি সোশ্যাল মিডিয়া তে আসার পর তার ডান পায়ে দেখা গেছে একটি দাগ ,এবার এই দাগ কে কেন্দ্র করে কটাক্ষ করে বসলেন।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

তিনি ওই দাগকে উদ্দেশ্য করে দেবলীনাকে বলেন, পায়ে কি দাদ হয়েছে? এগুলো কিন্তু অবহেলা করবেন না, ইমিডিয়েট ট্রিটমেন্ট করুন খুব বাজে জিনিস। তার উত্তর দিতে দেরি করেননি দেবলীনা। প্রথমে খুব ভালোভাবে জানান, বাজিতে পুড়ে গিয়েছিল অনেক বছর আগে। সেখান থেকেই এমনটা হয়েছে তাঁর। তারপরের কমেন্টে ওই নেট-নাগরিকের ট্রোলের যোগ্য জবাব দেন। লেখেন, ‘একটু শিক্ষিত মানুষ হওয়ার লক্ষণ দেখান, না হলে আপনার বউ রাগ করবে।