পরকীয়া-মাতলামি, মাদক সেবনের অভিযোগ নোবেলের বিরুদ্ধে,ঘটনাস্থলে পুলিশ

0

সমাচার ডেস্কঃ বাংলাদেশের অভিনেত্রী পরিমনির নাম মাদকচক্রের সঙ্গে যুক্ত হওয়ার পর বাংলাদেশের পুলিশ মাদক চক্রে গুরুত্ব দিচ্ছেন। বাংলাদের গায়ক মইনুল আহসান নোবেল এর নাম জড়িয়েছে মাদক চক্রের সাথে।

মইনুল আহসান নোবেল এক মেয়েকে নিয়ে বাংলাদেশের বান্দরবন ঘুরতে গেলে ,তার অশ্রীল আচরণ,মাদক দ্রব্য সেবন ও পরকীয়া নাম জড়িয়ে যায়।মইনুল আহসান নোবেল নিজেই একটি ছবি পোস্ট করেছেন তাতে স্পষ্ঠ বোঝা যাচ্ছে সেখানে কোনো মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

বুধবার মইনুল আহসান নোবেল ছবিটি পোস্ট করে তার নিচে লেখেন ‘গাঁজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবই। যদিও পরে সেই পোস্টটি আর দেখা যায়নি।

বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে মইনুল আহসান নোবেল যে মেয়েটিকে নিয়ে হোটেলে উঠেছিলো সেখানে মেয়েটিকে তার স্ত্রী বলে জানায় ,বান্দরবন স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় নোবেল স্থানীয় বাসিন্দা দের সাথে খারাপ আচরণ করে,এর পর হোটেলে ফিরলে সেখানেও চিৎকার শুরু করে এবং হোটেলের বাকি গ্রাহকদের অপমান করতে শুরু করে ।কোনো উপায় না পেয়ে হোটেলের মালিক পুলিশকে জানাতে বাধ্য হয়