সমাচার ডেস্কঃ বেকারত্ব মেটাতে বড়ো পদক্ষেপ নিলো ভারতীয় রেল।বেকারত্ব শুধু কোনো একজন মানুষের খারাপ দিক হয়না বেকারত্বের প্রভাব পরে দেশের ওপর।তাই এই বেকারত্ব মেটাতে ভারতীয় রেলের এই উদ্যোগ।
ভারতীয় রেল দেশের প্রত্যেক রাজ্য থেকে মোট ৫০হাজার জনকে বেছে নেবে,তাদের বিনামূল্যে দেওয়া হবে কাজের প্রশিক্ষণ। যাতে তারা পরবতী কালে সেই দক্ষতা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে পারে।
প্রথম পর্যায়ে ১ হাজার জনকে নিয়ে স্কিল শেখানো হবে ,পরবতী কালে তা আরও প্রসারিত করা হবে।মূলত ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিস্ট এবং ফিটার ট্রেড- এ স্কিল শেখানো হবে এমন টাই জানিয়েছেন রেল ।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।আগ্রহী প্রার্থী দশম শ্রেণি উত্তীর্ণ হলেই করতে পারবে আবেদন,প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছর পর্যন্ত।রেল কর্তৃপক্ষ এটাও বলে দিয়েছে যে ট্রেনিং শেষ হওয়ার পর কোনো রকম দাবি করতে পারবেন না ।ট্রেনিংয়ের দায়ভার দেওয়া হয়েছে বেনারাস লোকোমোটিভ ওয়ার্ক্সকে।
Indian Railways takes a leap in advancement of Skill India Mission
Shri @AshwiniVaishnaw speaking on the occasion of Rail Kaushal Vikas Yojana, a program under the aegis of Pradhan Mantri Kaushal Vikas Yojana.#RailKaushalVikasYojana #AatmanirbharBharat pic.twitter.com/5qUo8U6HOx— South Central Railway (@SCRailwayIndia) September 17, 2021