সমাচার ডেস্ক: ফের ইন্দো-চিন সীমান্ত চিনাদের দাদাগিরি, উচিত শিক্ষা দিল ভারতীয় সেনা।গত সপ্তাহে চিনের পিপল’স লিবারেশন আর্মি-র ২০০ জন সেনাকে অরুণাচল প্রদেশ সীমান্তে LAC দিয়ে ভারতে প্রবেশ করে ৷
তারপর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে চিনের পিএলএ বাহিনীর ৷ সূত্রের খবর অনুযায়ী,LAC-র তাওয়াং সেক্টরে (Tawang Sector) ইয়াংসে-র কাছে প্রতিদিনের টহল দেওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে।
তিব্বতের মধ্যে দিয়ে ভারতে ঢুকে বাঙ্কার গুলি নষ্ট করার চেষ্টা করছিল চিন সেনা। সেই সময় ভারতীয় সেনাবাহিনী ২০০ জন চিনের পিএলএ সেনাকে বাধা দেয় ৷ শেষ পর্যন্ত ভারত-চিন কম্যান্ডারদের মধ্যে সমঝোতায় এই সমাধান হয় ৷ এবং পিছু হাঁটতে রাজি হয় ।
তবে সরকারি সূত্রে জানা গেছে,দুই পক্ষের মধ্যে কয়েক ঘন্টা সংঘর্ষ চলে। তবে বেশ কিছু মিডিয়া বলা হচ্ছে যে, কয়েকজন চিনা সেনা ভারতীয় সীমান্ত অতিক্রমণ করেছিল এবং তাদের আটক করে ভারতীয় সেনা তবে তাদের পরে ছেড়েও দিয়েছিল।