চরম সংকট নেমে এসেছে চীনের অর্থনীতির ওপর ! খুব শীঘ্রই ভেঙে পরতে পারে চীনের পুরো অর্থনীতি

0

সমাচার ডেস্কঃ চরম সংকট দেখা দিয়েছে চীনের অর্থনীতির ওপর। প্রয়োজন মতো বিদ্যুৎ এর যোগান দিতে পারছে না চীন ,ফলে চীনের বড়ো বড়ো কলকারখানা গুলির কাজ কমে এসেছে ফলে রপ্তানি প্রায় বন্ধ হতে চলেছে ,এর কারণে চীনের অর্থনীতি চরম সংকটে পড়েছে।

প্রয়োজন মতো বিদ্যুৎ এর যোগান না থাকায় বাড়ি বাড়ি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে।কলকারখানা গুলিতে বিদ্যুৎ সাপ্লাই কমিয়ে দেওয়া হয়েছ। কলকারখানা সহ সমস্ত জায়গায় বিদ্যুৎ ব্যাবহার কমানোর নির্দেশ দিয়েছে সরকার ।

এরকম বিদ্যুৎ সংকট চলতে থাকলে চীন এর পাশাপাশি আরও অনেক দেশে প্রভাব পড়বে। চীনা গাড়ি,স্মার্টফোন ও নানা প্রযুক্তি গত গ্রাহকদের সমস্যার সম্মমুখীন হতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।পাবে না প্রয়োজনীয় ইলেকট্রনিক্স উপকরণ।

উল্লেখ্য ,চিনের অনেক বন্দর দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে ফলে প্রয়োজনীয় কয়লা পাচ্ছেনা পাওয়ার প্লান্ট গুলি আর এর কারণেই বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।এর মধ্যে চীনের বড়ো বড়ো শিল্প পতিরা সরকারকে হুঁশিয়ারি দিয়েছে যে শিগ্রই এই সমস্যার সমাধান করতে না পারলে দেশের অর্থনৈতিক অবস্থা শিথিল হয়ে পরবে।