সমাচার ডেস্কঃ সম্প্রতি ভাইরাল হওয়া “মানিকে মাঙ্গে হিতে” গানটি শ্রোতাদের মন জয় করেছে।গানটির কিছু না বুঝলেও তা মানুষের প্রিয় হয়ে উঠেছে। পরিচিতি বেড়েছে গায়িকার সঙ্গে।তাই সবাই জানতে চাই আসল পরিচয়।
“মানিকে মাঙ্গে হিতে” গানটির গায়িকা হলেন ইয়োহানি ডি সিলভা। ইয়োহানি ডি সিলভা বহু দিন থেকে গানের সঙ্গে যুক্ত বা আগ্রহী বলতে পারেন,অনেক দিন থেকে গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেন ।ইয়োহানি ডি সিলভা একজন গায়িকা হওয়ার সাথে সাথে অভিনেত্রী,র্যাপার ও একজন লজিস্টিক ।
ইয়োহানি ডি সিলভা জন্ম গ্রহণ করেন শ্রীলঙ্কার কলম্বোতে। বাবা পেশায় সেনার উচ্চ পদস্থ কর্মচারী।ইয়োহানি ডি সিলভা একজন বিজ্ঞানের ছাত্রী ,কলম্বোর বিশাখা কলেজ থেকে পড়াশুনা শেষ করে ইয়োহানী স্যার জোন কোটালাওয়ালা ডিফেন্স বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী শিক্ষা গ্রহণ করেন। বিজ্ঞানের ছাত্রী হলেও গানের প্রতি তার চাহিদা ছিলো অসীম।
ইয়োহানি ডি সিলভা গান গাওয়ার পাশাপাশি একজন অভিনেত্রী ও র্যাপার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে।সথীশন রথনায়কার সঙ্গে গেয়ে অনুগামীদের মুগ্ধ করেছেন ইয়োহানী। ইয়োহানীর জনপ্রিয় গান মানিকে মাঙ্গে হিতে গানকে কোলাচ করে নতুন ভাবে পরিবেশন করেছেন অনেকে।এই গান আসার পর অনেক প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের কাছে থেকে।