সমাচার ডেস্কঃ অনেক বই ও পুরানে আমরা অনেক গল্পের কাহিনী পড়েছি। এমনি একটি কাহিনী তুলে ধরতে চলেছি সবার সঙ্গে, গল্প মনে হলেও সত্যি।ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক কৃষ্ণপুর গ্রামে।
মানিকগঞ্জের বালিরটেক কৃষ্ণপুর গ্রামের ভম্বল শীল ,তিনি নাকি একবার ঘুমোলে সাত আটদিন তাকে উঠতে হয়না।স্নান করতে গেলেও সময় লাগে প্রায় সারাদিন ,আর খাবার খান দশজনের।
শুনে গল্প মনে হলেও সত্যি। এমন টাই হয়েছে ভম্বল শীল এর ।পারিবারিক সূত্রে জানা গিয়েছে ১০-১৫ বছর বয়সে একবার ভয় পেয়েছিলো তারপর থেকে শুরু হয় এমন জীবন যাপন।প্রথমে চিকিৎসা করা হলেও পরে অর্থের অভাবে যথাযথ চিকিৎসা পাননি।
ভম্বল একাই ১০ জনের খাবার খান বলে তাকে প্রায় অভুক্ত থাকতে হয়,তার দাদা পেশায় নরসুন্দর তাই ভম্বলের খাবারের যোগান দিতে পারে না।তাই তাকে স্হানীয় অনুষ্ঠানের ওপর নির্ভর করতে হয় পেট ভরানোর জন্য।
সংবাদ প্রতিনিধি ভম্বলের সঙ্গে কথা বললে প্রথমে সব প্রশ্নের সঠিক উত্তর দেন,এবং নিজের ঘুমের কথা স্বীকার করলেও,কিছু সময় পর থেকে ভিত্তিহীন কথা বলতে শুরু করে।
ভম্বল। বলেন তার ১০৮টি শত্রু,আর এই শত্রুদের কারণেই তার ঠিকমতো জীবন যাপন করতে পারছে না।থাকার জন্য চারতলা ঘর আর চারতলা একটি মন্দির তৈরি করতে চাইলেও সেটা শত্রুদের কারণে সম্ভব হয়নি।
অধ্যাপক ডা. মাহবুবুর রহমান জানান, ভম্বল জটিল মানসিক রোগে আক্রান্ত। এটাকে সিজোফ্রেনিয়া বলে। এই রোগে যারা আক্রান্ত হন তারা নিজস্ব জগতে চলাফেরা করতে পছন্দ করেন। নিজের মতো করে তারা ভাবেন। সব সময় ভয় আর অবিশ্বাস থাকে মনে। সময় মতো চিকিৎসা নিলে এই রোগীও স্বাভাবিক জীবনে ফিরে আসেন।