‘এক্ষুনি অধিকৃত কাশ্মীর ছাড়ুক পাকিস্তান’‌, রাষ্ট্রপুঞ্জে ইমরান খানকে তীব্র আক্রমণ ভারতের

0

সমাচার ডেস্কঃ সন্ত্রাস এর কথা উঠলে আমাদের সবার আগে মনে পড়ে পাকিস্থানের কথা।আমরা সবাই পাকিস্থান কে সন্ত্রাসের আঁতুর ঘর বলেই জানি।শুক্রবার রাষ্ট্রসংঘে সন্ত্রাসের কথা উঠলে পাকিস্তানকে মোক্ষম জবাব দিলো ভারত।

বিশ্বের সব দেশ জানে সন্ত্রাসীকে সাহায্য করে পাকিস্থান।ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে আরও জানায় – পাকিস্তান ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। আজও পাক নেতারা তাকে শহিদের মর্যাদা দেয়।এবারে রাষ্ঠসংগে সন্ত্রাস বাদ এর কথা উঠলে অস্বস্তিতে পরতে হয় ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরলে ,স্নেহা দূবে কড়া জবাব দেয় জম্মু ও কাশ্মীর ভারতের সীমানার অন্তর্ভুক্ত তা ছেড়ে দেবার জন্য বলা হয় ইমরান খান কে।এর আগেও কাশ্মীর প্রসঙ্গ উঠলে পাকিস্থাকে সাহায্য করেছে চীন কিন্তু তাতেও কোনো সুবিধা করতে পারেনি।

উল্লেখ্য কাশ্মীর প্রসঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তান একাধিক বার লড়াই করলেও লজ্জাজনক ভাবে হারের মুখ দেখতে হয়েছে।কিন্তু তাতেও তাদের শিক্ষা হয়নি,পাকিস্থান বারে বারে চেষ্টা করেছে সন্ত্রাসের হাত ধরে ভারতের ক্ষতি করতে ।