একশন মুডে যোগী সরকার, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ায় ৩ ছাত্রকে বরখাস্ত ও দায়ের FIR

0

সমাচার ডেস্কঃ ভারতবর্ষে ক্রিকেট কে নিয়ে উৎসাহের সীমা থাকে না,আর তা যদি হয় ভারত আর পাকিস্তানের মধ্যে তাহলে তো কোনো কথাই হবে না।ঠিক এমনি উৎসাহ পূর্ণ মেচ হয়েছিলো গত 24 অক্টোবর যাকে নিয়ে উৎসাহ ছিলো চরম পর্যায়ে।

24 অক্টোবর দুবাইয়ে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ খেলায় ভারতকে হারাতে সক্ষম হয়েছিলো পাকিস্তান।ওভার সমাপ্ত হওয়ার আগেই 10 টি উইকেট বাঁচিয়ে প্রয়োজনীয় রান করে ভারতকে হারিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের কাছে ভারত পরাজয় লাভ করার পর দেশের নানা প্রান্ত থেকে দেশ বিরোধী কাজের খবর সামনে এসেছে। এমনি একটি দেশ বিরোধী খবর শোনা গেছে উত্তরপ্রদেশ থেকে ।পাকিস্তান জয়লাভ করার পর কিছু ছাত্রের আনন্দ ও উল্লাসের খবর মিলেছে।পাকিস্তানের জয়ে খুশি প্রকাশ করে আরবিএস ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় কলেজ প্রশাসন। এই তিন ছাত্রদের কে সাময়িক সময় এর জন্য বরখাস্ত করা হয়েছে।

দুবাই এ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ এ ভারত পরাজয় লাভ করার পর আরবিএস ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ছাত্র হোয়াটসঅ্যাপে কিছু দেশবিরোধী বার্তা লিখেছিল। একই ঘটনার ভিত্তিতে মামলা দায়ের করা হয়।এই ঘটনার উপযুক্ত প্রমান মিলেছে ,স্থানীয় বিজেপি সদস্যরা জগদীশপুরা থানায় ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।