অবসর নিচ্ছেন ISRO প্রধান কে. সিভান,নতুন চেয়ারম্যান হচ্ছেন এই বিজ্ঞানী

0

সমাচার ডেস্ক: অবসর নিতে চলেছেন ISRO প্রধান কে.  সিভান (Dr.Kailasavadivoo Sivan)। আগামী ১৪ জানুয়ারি শেষ হবে তার মেয়াদ। নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ডাঃ এস সোমানাথ (Dr. S. Somnath)। তিনি একজন মহাকাশ প্রকৌশলী এবং রকেট বিজ্ঞানী। কেন্দ্রীয় সরকার গতকাল (বুধবার) ডাঃ এস সোমনাথকে মহাকাশ বিভাগের সচিব এবং মহাকাশ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেছে।

পার্সোনেল মন্ত্রকের এক আদেশে বলা হয়েছে যে, নিয়োগের তারিখ থেকে তার মেয়াদ হবে তিন বছরের জন্য।এর মধ্যে অবসর গ্রহণের পর তার বর্ধিত মেয়াদও অন্তর্ভুক্ত রয়েছে।ডাঃ সোমনাথ লঞ্চ গাড়ির নকশা সহ অনেক বিষয়ে বিশেষজ্ঞ।  লঞ্চ ভেহিকেল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডায়নামিক্স, ইন্টিগ্রেশন ডিজাইন অ্যান্ড প্রসিডিউর, মেকানিজম ডিজাইন এবং পাইরোটেকনিক্সে তার দক্ষতা রয়েছে।

বর্তমানে ডাঃ এস সোমানাথ কেরালার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSV) এর পরিচালক।তার কর্মজীবনের প্রথম দিকে তিনি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) এর একীকরণের সময় দলের নেতা ছিলেন।ডাঃ সোমনাথের জন্ম ১৯৬৩ সালের জুলাই মাসে।  তিনি কেরালা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন এবং সমগ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।