অতি সাধারণ পোশাক পরে খালি গলায় গান গেয়ে তাক লাগলেন পবনদীপ ও অরুনিতা

0

সমাচার ডেস্কঃসমাচার ডেস্ক: দীর্ঘ আটমাস দেশবাসীকে আচ্ছন্ন করে রেখেছিল পবনদীপ। শেষ পর্যন্ত ৮ মাসের সুরের লড়াই শেষ হল ১৫ আগস্টের দিন ৷ ইন্ডিয়ান আইডল পেয়ে গেল তাদের ১২ তম চ্যাম্পিয়নকে ৷হাড্ডাহাড্ডি গানের লড়াইয়ের পর সকলকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের ট্রফি উঠল পবনদীপ রাজনের হাতে।

ইন্ডিয়ান আইডল ১২ তম শো চলাকালীন উঠেছে নানা গুঞ্জন পবনদীপ ও অরুনিতাকে নিয়ে। এই নিয়ে অনেক বিতর্ক উঠলে পবনদীপ ও অরুনিতা তাদের সম্পর্কের কথা সবার সামনের আনে। কিন্তু তাতে জল্পনা শেষ হয়নি সাধারণ মানুষের মধ্যে।

পবনদীপ ও অরুনিতা তারা খুব ভালো বন্ধু এমনটা জানালেও তাদের একসঙ্গে জীবন যাপন সবার মনে সংশয় তৈরি করেছে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ পেয়েছে পবনদীপ ও অরুনিতা ফেন পেজ থেকে সেখানেও তাদের একসঙ্গে দেখা গিয়েছে।

ভিডিওটিতে দেখা গিয়েছে পবনদীপ এর পরনে দুধ সাদা পাজামা পাঞ্জাবি ও অরিনিতার পরণে রয়েছে সালোযার তার সঙ্গে জমে উঠেছে তাদের গানের আসর।ভিডিওটি সবার সামনে আসতে না আসতেই লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গেছে।

 

View this post on Instagram

 

A post shared by 𝓟𝓪𝔀𝓪𝓷𝓭𝓮𝓮𝓹.𝓐𝓻𝓾𝓷𝓲𝓽𝓪.𝓯𝓪𝓷 (@pawandeep.arunita.fan)